লক্ষ্মীপুরে ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) এর উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান।
মুক্ত বাঙালি ডেস্ক :
লক্ষ্মীপুর সদরের মান্দারীতে ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) এর উদ্যোগে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মান্দারী সিএসএস কার্যালয়ে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় ১২০ জন বন্যা দুর্গতদের মাঝে এক লক্ষ বিশ হাজার টাকা বিতরণ করা হয়।
এই অর্থ সহায়তা কর্মসূচিতে সিএসএস কুমিল্লা জোনের জেনারেল ম্যানেজার মো:সেলিম উল্লাহ হক সহ লক্ষ্মীপুর অঞ্চলের সিএসএস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।