লক্ষ্মীপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় আইন শৃঙ্খলা বাহিনির প্রশংসা
লিক্ষ্মীপুরে প্রতিনিধি :
লিক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এসময় কমিটি সদস্যরা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে নির্বাচিতদের অভিনন্দন জানান সবাই। এছাড়া সভায় ঈদুল আজহাকে ঘিরে পশুর হাট গুলোর তদারকি বাড়ানো, শহরের যানযট নিরসন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদারসহ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন,পুলিশ সুপার তারেক বিন রশীদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজান, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুমসহ সরকারি-ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।