বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে মঙ্গলবার (১১ মে) সকালে স্থানীয় নন্দন অটিজম এন্ড এন ডিডি স্কুলে
এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করে।
এতে অটিজম শিশুরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছেন বলে জানান আয়োজকরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল কর্মকর্তা মনিরুজ্জামান মনির, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মাহবুব আলম, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী,লক্ষ্মীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুব এলাহী সানি সহ আরো অনকে।