আঞ্চলিক তথ্যউপকূল সংবাদহাইলাইট

ভোলার বীর মুক্তিযোদ্ধা কাজীআবদুল জব্বার আর নেই

Share with


ভোলা প্রতিনিধি:
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল জব্বার ৭৮ বছর বয়সে, ৯ জুন রবিবার বিকেলে ভোলা সদর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। আজ সোমবার (১০ জুন) সকাল ১০টায় ভোলা পৌরসভার গাজীপুর রোডস্থ শাহাবুদ্দিন মিয়া মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল জব্বার গাজীরপুর রোডস্থ শাহাবুদ্দিন মিয়া মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা আলহাজ্ব কাজী আবদুল করিম এর ছেলে। কাজী আবদুল জব্বার দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
গাজী আবদুল জব্বারের মৃত্যুতে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আবদুল জব্বার একাত্তরের রনাঙ্গনে প্রথমে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে এবং পরে মেজর আবদুল জলিলের সাথে যোগ দিয়ে পাক বাহিনী এবং দেশিয় রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *