লক্ষ্মীপুর নিউজ
রামগতিতে সাড়ে ৫৩ হাজার দুস্থ পরিবার চাল পেলো
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তা করার জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
রামগতি উপজেলার ১ টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৫৩ হাজার ৪৩ টি দরিদ্র পরিবারের জন্য মোট ৫৩০ মেঃ টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে।
আজ শনিবার (১৫ জুন) দুপুরে চরগাজী ইউনিয়ন পরিষদের আয়োজনে ৯ হাজার ৬৪টি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। এরআগে সকাল থেকে চর আলগী, চর রমিজ, বড়খেরী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়, তা সরেজমিন পরিদর্শন করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, তদারকি কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, মেম্বারগণ সহ প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘আপনারা যে সহায়তা পাচ্ছেন সেটা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। তিঁনি যতদিন বেঁচে থাকবেন আপনারাও ততদিন সহযোগিতা পাবেন। এ সরকার কোনো ব্যক্তিকে না খাইয়ে রাখবেন না। ভিজিডি-ভিজিএফসহ দেশে হতদরিদ্র পরিবারদের সরকার সবসময় সহযোগিতা করে যাচ্ছেন।’